বইঃ ফেরা
গল্প। তাদের ফিরে আসার গল্প।
কাহিনী পড়তে কার না ভালো লাগে? আগুন কাহিনীটি যদি আমাদের ঈমান জাগ্রত করে দিতে পারে তাহলে তো কত ভালো হয়। সেরকম একটি বই “ফেরা”। বইটিতে দুই বোনের খৃস্টান থেকে মুসলিম হওয়ার বাস্তব কাহিনী বর্ণিত হয়েছে।
বড় বোন সিহিন্তা শরীফা বই পড়ার কৌতুহল ও জানার আগ্রহ থেকে ইসলাম সম্বন্ধে জ্ঞান লাভ করেছে এবং ইসলাম সত্য ধর্ম জানার পর এটির উপর ঈমান এনেছে। ছোট বোন নাইলাহ আমাতুল্লাহ পড়ো মন থেকে ইসলাম সম্বন্ধে জেনে ইসলামের প্রতি আগ্রহী হয়েছে এবং ইসলাম গ্রহণ করেছে। দুইজনে ইসলামের জন্য অনেক সংগ্রাম করেছে। ইসলামের জন্য তাদের ত্যাগ সত্যিই প্রশংসনীয়।
কাহিনী দুটিই আমাদের অনুপ্রাণিত করে আমাদের ঈমানকে মজবুত করার। দুঃখজনক ব্যাপার হলেও সত্যি ওরা খিস্টান থেকে মুসলিম হয়ে যেভাবে ইসলামের বিধি-বিধান মেনে চলেছে ওইভাবে আমরা অনেকেই মানি না। বইটি পড়ার মাধ্যমে আমাদের ইসলামী বিধিবিধান মানার আগ্রহ বেড়ে যায়। আমরা অনেক ভাগ্যবতী যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। কিন্তু তারপরও আমরা অনেকেই ঈমানের সত্যিকারের মজাটা বুঝি না। যার কারণে ঈমান দুর্বল হয়ে গেছে অনেকেরই। বইটি আমাদের ঈমান মজবুতে সহায়ক ।
Reviews
There are no reviews yet.