২০২০ সালে যখন বায়তুল্লাহর ছায়ায় শুরু করেছিলাম আমার মনে আছে একটা পৃষ্ঠা পড়ার পর আরেকটা পৃষ্ঠা উল্টাতে পারতাম না।ভয়ে,কান্নায়,আবেগে,ভালোবাসায় সব একসাথে জড়ো হয়ে আসতো।
ওই একটা বই শেষ করতে ঠিক কয় মাস সময় লাগছে তা আমিই জানি শুধু।
পরানবন্দি বইটা ছোট্ট একটা বই এক টানায় পড়ে ফেলার মতো কিন্তু ওইযে তৃষ্ণা, ক্ষুদা,যাতনা সব মিলিয়ে আগানো যায়না।মনে হয় এই বুঝি ছুটে চলে যাই আবার মনে হয় কিভাবে যাবো!এতো পাপ,এতো গুনাহ ভরা অন্তর নিয়ে কিভাবে দাঁড়াবো।
আবার মনে হয় যেতেই হবে আমাকে যেতেইই হবে অন্তত একটাবারের জন্য।
আজ,কাল অথবা পরশু!
@স্মৃতি তামান্না আপু
Reviews
There are no reviews yet.