ইসলামের ইতিহাসে সবচেয়ে স্পর্শকাতর ও সঙ্গিন মুহূর্তে মহান অভিভাবক হয়ে খেলাফতের ভার গ্রহণ করেন ‘আলি ইবনু আবি তালিব। তার কাঁধে বর্তায় আগামী পৃথিবীর ভবিষ্যৎ। খলিফা উসমানের হত্যাকাণ্ডের পর মুসলিমদের মাঝে খারেজি ও শিয়াদের যে ব্যাপক নৈরাজ্য ছড়িয়ে পড়েছিল, তাকে সফলভাবে মোকাবেলা করেছিলেন তিনি। সুদূরপ্রসারী প্রজ্ঞার মাধ্যমে তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, সেগুলো সার্থকভাবেই মুসলিমদের সত্যপথে অবিচল রাখতে বিরাট ভূমিকা পালন করেছিল। রাসুলের জীবদ্দশায় আলি ছিলেন রাসুলের অন্যতম আস্থাভাজন সাহাবী। তিনি স্থাপন করেছিলেন আত্মোৎসর্গের অনন্য নজির। আলি ইবনু আবি তালিবের বর্ণাঢ্য জীবনের বর্ণনাসমৃদ্ধ এ-গ্রন্থ পাঠে আমাদের অর্জিত হতে পারে রাষ্ট্র, সমাজ, আইন, সংবিধান ও বিচারপদ্ধতিসহ অগণন জ্ঞানের অতুলনীয় ভাণ্ডার। তার জীবনেতিহাস করতে পারে আমাদের জীবনকে দীপান্বিত এবং নির্মাণ করতে পারে জান্নাতি ও আলোকিত এক রূপরেখা-নীড়ে ফেরার মানচিত্র।
Reviews
There are no reviews yet.