দুনিয়ার জীবনটা একদম ই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনের পরিসমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে। তাহলে মৃত্যুর পর কি আর কিছু থাকবে না? থাকবে তো! প্রত্যেক মু’মিন-মু’মিনার হৃদয়ে এই বিশ্বাস জাগ্রত থাকে যে, মৃত্যুর পর তাঁর দুনিয়াবি জীবনের যাবতীয় কৃতকর্মের হিসাব নেয়া হবে। দুনিয়াতে যে আল্লাহর ইবাদাতে জীবন-যৌবন পার করেছে তাঁর জন্য আখিরাতে থাকবে মহাপুরস্কার। তাদেরকে সুসংবাদ দেয়া হবে জান্নাতের যা এমন এক স্থান, যেখানে রয়েছে কেবল শান্তি আর ভোগবিলাসের সকল উপাদান। মন যা চাইবে তার সবকিছুই আল্লাহ দান করবেন জান্নাতীদের।
জাহান্নাম অধ্যায়ের শুরুতেই ভূমিকা হিসেবে জাহান্নামের পরিচয় ও বিবরণ তুলে ধরেছে এবং জাহান্নামের সৃষ্টি বিষয়ক সংশয়ের জবাব দেয়া হয়েছে। পর্যায়ক্রমে পরবর্তী পরিচ্ছেদগুলোতে জাহান্নামের প্রহরী, জাহান্নামের বর্ণনা, জাহান্নামি ও তাদের অপরাধ, খাবার, পানীয়, পোশাক, তাদের শাস্তি বিষয়ক আলোচনা করা হয়েছে। সর্বোপরি এ অধ্যায়ে কুরআন-হাদিসের দলিলভিত্তিক জাহান্নামের ভীতিকর অবস্থার বর্ণনা তুলে ধরা হয়েছে।
একইভাবে, জান্নাত অধ্যায়েও পূর্বের ন্যায় শুরুতেই জান্নাতের পরিচয় ও বিবরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং একেক পরিচ্ছেদে জান্নাতে প্রবেশ, জান্নাত চিরস্থায়ী এবং সেখানে জান্নাতিদের আবাস, জান্নাতের বর্ণনা, জান্নাতের অধিকারীদের পরিচয় ও তাদের বর্ণনা, নিয়ামতসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে।
বর্তমান সময়ে আমাদের অনেকেরই জান্নাত-জাহান্নাম সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। জান্নাত জাহান্নাম বইটির প্রতিটি পাতা থেকে পাঠকগণ জান্নাত-জাহান্নামের কুরআনিক ও হাদিস ভিত্তিক স্বচ্ছ ধারণা পাবে ইন শা আল্লাহ। জান্নাতের অতুলনীয় নিয়ামতরাজির বর্ণনা দেখে অন্তরে জান্নাত পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা গেঁথে গেছে এবং জাহান্নামের ভয়ংকর সব শাস্তির বর্ণনা হৃদয়ে ভীতির সঞ্চার করেছে দ্বিগুণ। সহজ সাবলীল অনুবাদের কারণে বইটি সর্বস্তরের পাঠকদের জন্য সহজ হবে বলেই আমার ধারণা।
Reviews
There are no reviews yet.