সময় আল্লাহর দেওয়া অফুরন্ত এক নেয়ামত। আর মুসলিম হিসেবে আমাদের উচিত এই নেয়ামতের প্রতি সদাচার করা। আমাদের সালাফগণ যেমন ছিলেন ইবাদত পালনে সচেষ্ট তেমনি দাওয়াহর কাজেও তাঁরা ছিলেন নিয়মানুবর্তী। এর পেছনে ছিল তাঁদের সময়ানুবর্তীতার সঠিক বাস্তবায়ন। প্রায়শই আমরা বলে থাকি আমরা সময়ের বারাকাহ পাই না। আলোচ্য বইটি আমাদের সেই সমস্যা সমাধানে অনেকটাই কাজ করবে ইনশাআল্লাহ।
বইটির শুরতেই বইটি কিভাবে পড়া যেতে পারে তার কৌশল ব্যক্ত করা হয়েছে। এরপর আমরা সময়ে বারাকাহ পাই না কেন? বারাকাহ পেতে আমাদের করণীয়তা আলোকপাত করা হয়েছে।ইসলামি দৃষ্টিকোণ থেকে সময়ের ব্যাপারে আমাদের দায়বদ্ধতা বিশ্লেষণ করা হয়েছে।
এরপর টাইম ম্যানেজমেন্টের ছয়টি ধাপ আলোচনা করা হয়েছে। প্রথম ধাপে আমাদের জীবনের লক্ষ্যগুলো কেমন হওয়া উচিত? একটি S.M.R.A.T লক্ষ্য কি? সালাত ও টাইম ম্যানেজমেন্টের মধ্যকার সম্পর্ক কেমন হওয়া উচিত বিষয়ক আলোচনা।
দ্বিতীয় ধাপে দুনিয়ার পেছনে না ছুটে কিভাবে সময় কে কাজে লাগিয়ে সুসংহত জীবন তৈরি করা যায় তার সবক। বিখ্যাত ৮০/২০ নীতির প্রয়োগ, আছে সাপ্তাহিক কাজের পরিকল্পনা পদ্ধতিতে টু-ডু লিস্ট ও হাইব্রিড বা মিশ্র পদ্ধতির প্রয়োগ।
তৃতীয় ধাপে কার পেছনে সময় ব্যয়ে অগ্রাধিকার দিতে হবে তার পাঁচটি ক্যাটাগরির সবিস্তার আলোচনা। এছাড়াও এই অগ্রাধিকার অনুযায়ী কাজ করার ক্ষেত্রে যেসব ফাঁদ এড়িয়ে চলা প্রয়োজন তা উঠে এসেছে।
আমরা অনেক কাজে পদক্ষেপ নিতে দেরি করি কাজ না করে আগামীতে করার লক্ষ্যে ফেলি রাখি। টাইম ম্যানেজমেন্ট এর চতুর্থ ধাপে আমাদের কোন কাজ তাড়াতাড়ি করতে কী কী পদক্ষেপ হাতে নিতে পারি সেগুলোর টিপস উঠে এসেছে।
টাইম ম্যানেজমেন্টের পঞ্চম ধাপে যেকোনো কাজে সমান গতিবেগ ধরে রাখতে করণীয়সমূহ আলোকপাত করা হয়েছে।
সময়কে সঠিকভাবে কাজে লাগাতে আমাদের কিছু কিছু মাধ্যম এড়িয়ে চলা উচিত সেগুলোর সবিস্তার আলোকপাত করা হয়েছে । এছাড়া এই ধাপে টাইম ম্যানেজমেন্টের আরও কিছু প্রয়োজনীয় টিপস, হেলথ টিপস, বারাকাহ টিপস প্রদান করা হয়েছে।
এছাড়াও খারাপ দিনগুলোতে ও রামাদানে টাইম ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত তার টিপস বইটির পরিশিষ্ট অংশে আলোচনা করা হয়েছে। বইটির সর্বশেষ পরিশিষ্টে ব্যর্থতা এড়ানোর পাঁচটি উপায় বাতলে দেয়া হয়েছে।
টাইম ম্যানেজমেন্ট বিষয়ক অসংখ্য বই দেখা যায়। মুসলিম হিসেবে সেগুলোর অধ্যয়নে আমাদের পুরোপুরি ফায়দা অর্জন সম্ভব হয় না। কারণ সেই সমস্ত বইয়ের আলোচনা ইসলামকেন্দ্রিক হয় না। তবে এই বইটি তার ব্যতিক্রম। বইটির প্রতিটি আলোচনাই ইসলামকেন্দ্রিক। সাবলীল ঝরঝরে অনুবাদে বইটি পাঠের মাধ্যমে একজন পাঠক দৈনন্দিন জীবনে সময়ের যথাযথ ব্যবহার করে ইহকালীন ও পরকালীন জীবনে সফলতা অর্জনে সক্ষম হবেন এই প্রত্যাশা..
Reviews
There are no reviews yet.