আহমাদ দিদাত (১৯১৮-২০০৫) বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী মুসলিম দাঈ। যে সময়টায় খ্রিষ্টান মিশনারিরা তুমুল গতিতে মানুষদেরকে ফুঁসলিয়ে ফাঁসলিয়ে খ্রিষ্টান বানাচ্ছিল, সেই সময়ে মিশনারিদের সাথে দিদাতের বিতর্ক এবং তাদের মিথ্যা দাবীর খণ্ডনমূলক লেখনীগুলো সমগ্র বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তথাপি বিজ্ঞানের মুখোশ পড়ে একশ্রেণীর গবেষকরা যখন কুরআনের ভুল ধরে যাচ্ছিলো, এবং তাদের জবাবে অধিকাংশ মুসলিম মনিষীগণ নীরবতা পালন করছিল, তখন আহমাদ দিদাত রুখে দাঁড়ান। একে প্রতিটি জবাব দেন। খ্রিষ্টানদের বাঘা বাঘা মিশনারিদেরকে বিতর্কে হারিয়ে দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। পরবর্তীতের উনার কাজ দ্বারাই উদ্বুদ্ধ হয়ে উঠে দাঁড়ান ড. জাকির নায়েক। শুধু কুরআনের নির্ভুলতাই প্রমাণ করেই ক্ষান্ত হননি না, বরং ছুঁড়ে দিলেন ভিন্ন ধর্মাবলম্বীদের চ্যালেঞ্জ। দেখিয়ে দিলেন কীভাবে তাদের ধর্মীয় গ্রন্থগুলোই অমূলক, পরস্পর বিরোধী কথায় ভরপুর। সেই চ্যালেঞ্জগুলোর ভিতর তাঁর অনদব্য একটি রচনা হচ্ছে ‘Is the Bible God’s Word?’, এরই অনুবাদ ‘বাইবেল কি আল্লাহর বাণী?’। গুরত্বপূর্ণ উপকারী টীকা সংযোজন করা হয়েছে বিধায় এর কলেবর বেড়ে গেছে।
Reviews
There are no reviews yet.