বিশ্বাসের যৌক্তিকতা, বইটি ছোট। একটু বেশি ছোট। বইটি যেমন ছোট তেমন অল্পভার। কিন্তু ভেতরের তথ্য গুলো বেশ ভারি।
সংক্ষিপ্ত কলেবরের বইটিতে এই ধরনের বেশ কিছু টপিক উঠে এসেছে। সেগুলো হলোঃ
ম্যাট্রিক্স বা পরবাস্তব জগতের ব্যপারে,
ফিতরাহ, শূন্য থেকে মহাবিশ্ব?
চেতনা থেকে এর রহস্য,
ডিএন এ এক বিস্ময়!
তথ্য কি মূর্ত্য?
বিজ্ঞান ও বাস্তবাদ এবং বিশ্বাস যে সহজাত এগুলোর নিয়ে খুব সুন্দর আলোচনা করা হয়েছে। তাছাড়া বিবর্তনবাদ কী স্রষ্টার অস্তিত্বের সাথে সাংঘর্ষিক?? প্রশ্ন গুলোর উত্তর ও এখানে পেয়ে যাবেন। অধ্যয় গুলো বেশ ভালো লেগেছে, আমি শুধু পড়েছি আর গিলেছি।
বইটি একটু ভিন্ন ধরনের। বইটি বুঝতে হলে একটু উঁচু মানের হতে হবে, কেননা বইটিতে উঁচু মাপের বিজ্ঞান নিয়ে কথা বলা হয়েছে। এই বইটি ভালো করে বুঝার জন্য একাধিক বার পড়া উচিত মনে করি। যাতে প্রথম বারে যা চোখ এড়িয়ে গেছে, তা উদ্ধার করা সম্ভব হয়। কয়েক মাস পূর্বে প্রথম বার পড়েছিলাম আজকে দ্বিতীয় বারের মতো পড়ে নিলাম।
বইটির সবচেয়ে আকর্ষনীয় দিক হলে, peer riviewed journalist এর অসংখ্য তথ্য। অনেকটুকু শ্রম সাধ্য এবং নিপুণ হাতে কাজ করা ছিলো, এই তথ্য গুলো সন্নিবেশন নির্ভর যোগ্যতা, যে এতটুকু প্রশ্ন করার সুযোগ রাইটার রাখে নাই।
এই বইয়ের প্রায় সবকিছুই ভালো লেগেছিল তার মধ্য একটি দিক বেশ ভালো লেগেছিল, যেটা হলো বইটিতে যুক্তির চাইতে রিসার্চধর্মী আলোচনার দিক বেশি মনোযোগ দেওয়া হয়েছে। কেননা, অবিশ্বাসের যুক্তির ক্ষেত্রে সুপিরিয়র অথবা ইনফিরিয়র একটা রিফিউটেশন দাঁড় করায়, কিন্তু রিসার্চ টাইপ আলোচনায় সেটা সম্ভব নয়।
@Abdur Rahman
Reviews
There are no reviews yet.