পর্নোগ্রাফি নিঃসন্দেহে আমাদের সমাজের জন্য অভিশাপ। কত প্রতিভাবান ছাত্র, কত সুখের সংসার সমূলে উপড়ে গিয়েছে এই নীলরঙা ঝড়ে, তার হিসেব কেইবা রাখে! ক্লাসের সামনের বেঞ্চে বসা ভদ্র ছেলেটা থেকে শুরু করে ব্যাকবেঞ্চার, যৌবন পার করা বয়স্ক থেকে দশের গণ্ডি না পেরোনো শিশু, সবাই এই নীরব ঘাতকের শিকার।
ডা. শামসুল আরেফীনের ভাষায় ‘নীলরঙা অক্টোপাস’, যা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে আমাদের সমাজকে। কিন্তু এ নিয়ে কথা বলা আমাদের সমাজে ট্যাবু। পর্নোগ্রাফি নিয়ে কথা বলা অশোভন, অশ্লীল।
এমন কলুষিত সমাজে লস্ট মডেস্টি টিমের ভাইয়েরা সমাজকে মুক্ত বাতাসের স্বাদ দিতে রচনা করেন ‘মুক্ত বাতাসের খোঁজে’ বইটি। যেখানে পর্নোগ্রাফির ভয়াবহতা ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সকল যুবকদের জন্য অক্সিজেনতুল্য এই বইটি পড়ার জন্য সবাইকে অনুরোধ করছি।
লিখেছেনঃ সাকিব হোসাইন ভাই (আল্লাহ তাঁকে উত্তম প্রতিদান দান করুন!)
Reviews
There are no reviews yet.