Shamsul Arefin Shakti ভাইয়ের লেখা ‘অবাধ্যতার ইতিহাস’ বইয়ের রিভিউ বইটা নিজেই। মানে রিভিউ দিয়ে এই বইয়ের মাকসাদ বোঝানো অসম্ভব। তবে এই বই পড়ার অনুভূতিটা আলাপযোগ্য।
কথায় আছে ‘ডালের মজা তলে’। বইটার বৈশিষ্ট্যও তেমন। ‘তলের মজা’ দুইভাবে টের পেয়েছি। প্রথমত, প্রতিটা অধ্যায় বা টপিক গভীরভাবে ভাবলে বইয়ের স্বাদ বুঝবেন। একটা স্ট্রং ম্যাসেজ আল্লাহ আপনাকে এই বইয়ের প্রতি পাতার উসিলায় দেবেন ইন শা আল্লাহ। বইটাতে বলা সত্যগুলো একটু বেশিই সত্য। দ্বিতীয়ত, বইয়ের ‘পাশ্চাত্য সমাজে ইসলাম’ (২১৬ পেজ) থেকে ‘অসিয়ত’ পর্যন্ত (বইয়ের শেষ বা তলার অংশ) যা জানবেন, তা আপনাকে নাড়িয়ে দেবে। বিশেষ করে বইয়ের এই অংশটা আমাকে শিহরিত করেছে, ভাবিয়েছে, এমনকি শেষের পৃষ্ঠা কাঁদিয়েছে।
কেউ যদি বলেন বইয়ের একটা অংশ কোট করেন। আমি বলব, ❝ধনতন্ত্র, পুঁজিবাদ………ক’টা দিন। ইনশাআল্লাহ।❞ মানে শুরু থেকে শেষ। আমার অনুরোধ হলো বইটা সবাই পড়ুন ও পড়ান। আর, কাজে লেগে যান দাওয়াহ-র।
Shafin Ibn Tomij
Reviews
There are no reviews yet.