বাইতুল হিকমাহ লাইব্রেরী সম্পর্কে

আমাদের লক্ষ্য

'বাইতুল হিকমাহ' (بيت الحكمة) শব্দের অর্থ "জ্ঞানের ঘর"। ইসলামী স্বর্ণযুগে বাগদাদের ঐতিহাসিক পাঠাগার ও অনুবাদ কেন্দ্র থেকে অনুপ্রাণিত হয়ে এই লাইব্রেরীর নামকরণ করা হয়েছে।

আমরা বিশ্বাস করি, আর্থিক অস্বচ্ছতা কখনোই জ্ঞান অর্জনের পথে বাঁধা হতে পারে না। তাই সবাইকে সহজে জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়ার লক্ষ্যে-আমরা সাশ্রয়ী মূল্যে বই ধার দেওয়ার উদ্যোগটি গ্রহণ করেছিলাম।

এর মাধ্যমে আমরা এমন একটি পাঠক-শিক্ষার্থী কমিউনিটি গড়ে তুলতে চাই, যেখানে সবাই একে অন্যের সঙ্গে মিলেমিশে শিখবে, জানবে — আর এভাবেই ক্রমান্বয়ে বিস্তৃতি লাভ করবে বই পড়ার মতো মহৎ ও গুরুত্বপূর্ণ অভ্যাস।

আমাদের ইতিহাস

বাইতুল হিকমাহ'র যাত্রা শুরু হয় ২০২৪ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বইপ্রেমী তরুণ-তরুণীর হাত ধরে। তারা চেয়েছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে সবাই কম খরচে সহজেই বই পড়ার সুযোগ পাবে।

শুরুর দিকে বন্ধুদের মাঝে বই আদান-প্রদানের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ থাকলেও, কালক্রমে সৃষ্টিকর্তার অশেষ রহমতে এখন সমগ্র বাংলাদেশের পাঠকেরা আমাদের লাইব্রেরী থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই নিয়ে পড়তে পারছেন। আমাদের সংগ্রহে রয়েছে বিভিন্ন বিষয়ের ওপর শতশত বই।

বর্তমানে আমরা সারা বাংলাদেশে অজস্র পাঠকের কাছে বই পৌঁছে দিচ্ছি। আর এভাবেই বইয়ের মাধ্যমে জ্ঞান ছড়িয়ে দেয়ার মহান কাজে "বাইতুল হিকমাহ" সর্বদা নিয়োজিত ও প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৪
প্রতিষ্ঠার বছর
সারাদেশে
সেবা প্রদান